Posts

নামাজ-সমপ্তি কুরাআনের ৯ টি আয়াত ও হাদিস ১. তোমরা ধৈর্য ও নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো আর নিঃসন্দেহে তা বড়ই কঠিন বিনীতদের জন্যে ছাড়া ২. বল, নিশ্চয় আমার সালাত, আমার কুরবানি, আমার জীবন ও আমার মরণ জগৎ সমূহের প্রতি পালক আল্লাহর জন্যে ৩. তোমরা সালাত সমূহের প্রতি এবং বিশেষ করেমধ্যবর্তী সালাতের প্রতি যত্ন বান হও, এবং আল্লাহর সন্তুষ্টির জন্যে একান্ত অনুগত অবস্থায় দাড়াও ৪. আমি যদি তাদেরকে পৃথিবীতে প্রতিষ্ঠিত করি ক্ষমতা ওঁ সম্পদ দ্বারা তাহলে তারা সালাত কায়েম করবে সৎ কাজের নির্দেশ দেবে ও অসৎ কাজ হতে নিষেধ করবে, আর সব কাজের পরিণাম আল্লাহর নিকট ৫.হে নারী তুমি পাঠ করো তোমার প্রতি যে কিতাব ওহী করা হয়েছে তা থেকে এবং সালাত কায়েম করো। নিশ্চয় সালাত অশ্লীল ও মন্দ কাজ থেকে নিষেধ করে এবং আল্লাহর স্মরণই সর্বশ্রেষ্ঠ আর তোমরা যা করো আল্লাহ তা জানে ৬. এবং তুমি সালাত কায়েম কর দিনের দুই দিনের দুই প্রান্তে ও রাতের প্রথমাংশে নিশ্চয় ভালো কাজ মন্দ কাজকে মিটিয়ে দেয় উপদেশ গ্রহণকারীদের জন্যে এটি এক উপদেশ ৭. অতঃপর যখন তোমরা সালাত সমাপ্ত করবে তখন দাঁড়িয়ে, বসে এবং শুয়ে আল্লাহ কে স্মরণ করো অতঃপর যখন তোমরা নিরাপদ বোধ করবে তখন পুরনাঙ্গ সালাত কায়েম কর নিশ্চয় সালাত মু’মিনদের ওপর একটি সময় নির্ধারণ ফরয ৮. সূর্য হেলে পড়ার পর থেকে রাতের ঘন অন্ধকার পর্যন্ত কায়েম করো এবং কায়েম কর ফরজের কুরআন পাঠও অর্থাৎ সালাতুল ফরজ নিশ্চয় ফজরের পাঠ (সালাতুল ফরজ প্রত্যক্ষ করা হয় ৯. ওহে যারা ঈমান এনেছ জুমু‘আর দিনে যখন তোমাদের কে সালাতের জন্যে ডাকা হয় তখন তোমরা আল্লাহর স্মরণের দিকে ধাবিত হও এবং ক্রয় বিক্রয় পরিত্যাগ কর। এটি তোমাদের জন্যে উত্তম –যদি তোমরা জানতে

Image
Www.polashbd.xyz  

Let's all pray prayers Allah will take account of the prayers first. The most important prayers after Iman. The Prophet peace and blessings of Allaah be upon him repeatedly received the urge to pray from Allaah. In the Qur'aan, Allaah has mentioned the importance of prayer by mentioning the word salat in different places.

Image